‘ছেঁড়া জিন্‌স’ নিয়ে মন্তব্য করে তোপের মুখে

২১ মার্চ ২০২১

নারীদের ছেঁড়া জিনস পরা নিয়ে ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতের মন্তব্যে গোটা ভারতজুড়ে শুরু হয়েছে কড়া সমালোচনা।

'হ্যাশট্যাগ রিপড জিনস' লিখে একের পর এক পোস্ট হতে শুরু করে সোশাল মিডিয়ায়। জিন্‌স যত মলিন, যত দুর্দশাগ্রস্ত, ফাটাছেঁড়া, শরীর দেখানো, তত যেন তার কদর। কারণ ততটাই জোরালো সেই জিন্‌সের প্রতিবাদের ভাষা।

নারীদের ছেঁড়া জিন্‌স পরার প্রবণতাকে কটাক্ষ করে মঙ্গলবার (১৬ মার্চ) বিতর্কিত মন্তব্য করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিংহ। ‘কাঁচিতে আমাদের সংস্কৃতিও কাটছে’ বলে ছেঁড়া জিন্‌স পরে নগ্ন হাঁটু প্রদর্শনের সমালোচনা করেছিলেন তিনি।

আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর