গত সেপ্টেম্বরে বিয়ে করেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ-নেতা রাঘব চাড্ডা। বিয়ের পাঁচ মাস পর এসে সম্প্রতি একটি গোপন কথা শেয়ার করে নিলেন পরিণীতি। জানান, বিয়ের আগে রাঘব সম্পর্কে জানতে তাকে গুগলের শরণাপন্ন হতে হয়েছিল।
কোনো এক প্রজাতন্ত্র দিবসে বিদেশে প্রথম দেখা হয় পরিণীতি চোপড়া এবং রাঘবের। এক টেবিলের দুই প্রান্তে বসে আধঘণ্টার মতো টুকটাক কথাবার্তা হয়েছিল তাদের মধ্যে। তখনই নাকি রাঘবকে পছন্দ হয় পরিণীতির। কিন্তু রাঘব কোথায় থাকেন, কত বয়স, বিয়ে করেছেন নাকি— কোনও কিছুই জানতেন না তিনি। কেননা রাজনীতি নিয়ে একেবারেই কোনো আগ্রহ ছিল না তার।
রাঘবের সঙ্গে দেখা হওয়ার পর গুগুল সার্চ করেন পরিণীতি। সেখান থেকেই পরিণীতি নিশ্চিত হন এখনো রাঘবের বিয়ে হয়নি। আর এটা জানার পর নাকি হাফ ছেড়ে বাঁচেন তিনি।
বিডি২৪অনলাইন/ই/এমকে