চাটমোহরে পুড়লো নগদ টাকা আসবাবসহ ৫ ঘর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারী ২০২৪

পাবনার চাটমোহরে আফ্রাতপাড়া মহল্লায় নগদ টাকা ও আসবাবপত্রসহ  ৫ ঘর পুড়ে গেছে। রোববার দুপুর দেড়টার দিকে আসাদুল ইসলামের বাড়িতে এ ‍দুর্ঘটনা ঘটে।

আসাদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান- ৩ ঘরে ২টি ফ্রিজ, ৩টি টেলিভিশন, আসবাবপত্র; স্বর্ণালঙ্কারও ছিল। এক ঘর খামার হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেখানে ৩শ’ ব্রয়লার মুরগি ছিল। সবকিছুই পুড়ে গেছে। একটি পাকা টিনশেড আর বাকি ঘরগুলো টিনের। আনুমানিক ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

আগুনের উৎস সম্পর্কে জাহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক হোল্ডার ঠিক করার সময় আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে, পরপরই ফায়ার সার্ভিসও আসে। এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে ফায়ার সার্ভিস অফিস থেকে জানা গেছে, এ দুর্ঘটনায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। নগদ ৫০ হাজার টাকা ও কিছু স্বর্ণালঙ্কারও পুড়েছে। ৫ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পেরেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর