সাপাহারে ফরহাদ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁর সাপাহারে ফরহাদ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 "খেলাধুলা ক্ষণে ক্ষণে, সুস্থ্য রাখে দেহ মন" স্লোগান নিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় আলম স্পোর্টস একাডেমি। টুর্নামেন্টে ১০ দল ৫ গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।

এদিকে উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলম স্পোর্টস একাডেমির সভাপতি আবুবক্কার সিদ্দিক। উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী (ফজলু), জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, খঞ্জনপুর সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন আনু প্রমূখ। স্বাগত বক্তব্য দেন- আলম স্পোর্টস একাডেমির স্বত্বাধীকারী আবু-জাফর মো. আলমগীর হোসেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর