সাতক্ষীরায় ক্যান্সার দিবসের র‌্যালি ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারী ২০২৪

সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার রোটারী ক্লাব অব সাতক্ষীরার যৌথ উদ্যোগে বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে আলোচনা সভা হয়। তার আগে সেখান থেকে র‌্যালি বের হয়।

খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বিএসএএইট প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহানা মহিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অব সাতক্ষীরার সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ।

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর