মন্তব্য
সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলায় হাসান (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে নলতা ইউনিয়নের বিশালক্ষী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাসান ওই গ্রামের আনসার আলীর ছেলে।
স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, আগের রাতে ঘুমাতে যায় হাসান। কিন্তু ভোরে ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। এ সময় ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্তায় তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। হাসান দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিল।
কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে