মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে!

নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারী ২০২৪

পিএসজির সাথে আর থাকছেন না ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ গ্রীষ্মে শেষ হওয়ার পর মাদ্রিদে যোগ দিচ্ছেন তিনি। ইএসপিএনের এক খবরে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও এ বিষয়ে পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ কোন ক্লাবকেই এখনো নিশ্চিত করে কিছু জানাননি এমবাপ্পে।

এমবাপ্পে পিএসজি ছাড়লে লিওনেল মেসি নেইমারের পর তাকেও হারাচ্ছে পিএসজি। যদিও মাদ্রিদের কাছ থেকে গত মাসে প্রস্তাব পেয়েছন তিনি।

খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে ১৪ বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের নিজের সিদ্ধান্ত জানাবেন এমবাপ্পে। ঘরের মাঠে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফ্রান্সের হয়ে তার খেলার অনুমতির বিষয়টি মাদ্রিদের সঙ্গে আলোচনার বিষয় হিসেবে দেখা দিয়েছে।

জানা গেছে, এমবাপ্পের জন্য মূল বেতন ৭২ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে পিএসজি। সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন তারকা ফুটবলার। ফ্রি-এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর ১০০ মিলিয়ন ইউরোর নীচে এমবাপ্পে কোন চুক্তি করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে এমবাপ্পের বদলি হিসেবে এসি মিলানের রাফায়েল লিয়াওয়ের দিকে দৃষ্টি রাখছে পিএসজি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর