দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চেয়েছেন পঞ্চগড়ের জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম। এজন্য দলীয় ফোরামে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তিনি।
রেজিয়া ইসলাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের স্ত্রী। বাড়ি জেলা শহরের ইসলামবাগ এলাকায়। ১৯৯৭ সাল হতে ২০০৭ সাল পর্যন্ত তিনি পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৭ থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন।
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও এ নেত্রীর বিচরণ রয়েছে। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা রংপুরের সদস্য হিসেবে কাজ করেছেন। তাছাড়া জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান তিনি। নারী নেতৃত্ব হিসেবে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড, জয়িতা এ্যাওয়ার্ড পেয়েছেন।
রেজিয়া ইসলাম বলেন, আমার স্বামী পঞ্চগড় জেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমৃত্যু জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করেছেন। তিনি নির্বাচিত প্রতিনিধি হিসাবে ক্ষমতায় না থেকেও সারাজীবন দলীয় কাজ করেও গেছেন। আমার স্বামীর মৃত্যুর পর আমার ছেলে মো. আনোয়ার সাদাত সম্রাট পঞ্চগড় জেলা আওয়ামী লীগের হাল ধরে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয়বারের মতো দলীয় ও সাংগঠনিক কাজকে সম্প্রসারিত করতে অদ্যাবধি কাজ করে যাচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও আওয়ামী পরিবারের মানুষ হিসেবে এ সংরক্ষিত আসনটি আশা করছেন তিনি। প্রধানমন্ত্রী তাকে দলীয় মনোনয়ন দিয়ে একবার জনগনের কাজ করার সুযোগ দেবেন বলে আশা প্রকাশ করেন রেজিয়া ইসলাম।
বিডি২৪অনলাইন/ সি/এমকে