সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের হরিনখোলা এলাকায় সহোদর দুই ভাইকে গুলি করেছে অস্ত্রধারীরা। তার আগে তাদের মাছের ঘেরের দুই কর্মচারীকে মারপিট করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ দু’জন হলেন- অভিরাম মন্ডলের ছেলে অলঙ্গ মন্ডল (৫৮) ও তার ভাই জগদিস মন্ডল (৫৪)। মারপিটের শিকার দুই কর্মচারী হলেন- কাতলা মুন্ডা ও বিশ্বনাথ মন্ডল। গুলিবিদ্ধ দুই ভাই বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা সনাতন গোলদার জানান, বাড়ির পাশে বিলে দুইভাইয়ের ১শ বিঘা আয়তনের একটি মাছের ঘের রয়েছে। সেখানে ঘটনার রাতে ৭/৮জন অস্ত্রধারী আসে। এ সময় কর্মচারীকে বলে, তাদের মালিককে ফোন দিয়ে ঘেরে নিয়ে আসতে। তারা ফোন দিতে রাজী না হওয়ায় তাদের মারপিট করা হয়।
পরে তাদেরকে ঘেরের মালিকের বাড়িতে নিয়ে আসে। সেখানে দুই ভাইকে গুলি করা হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মন্ডল জানান, রাত দেড়টার দিকে বাড়িতে ৪/৫জন অস্ত্রধারী এসে হামলা করে। আমাদের ওপর গুলি করে। এতে আমার ডান পায়ে গুলি লাগে। আর আমার ভাই জগদিস মন্ডলের দুই পাসহ শরীরে বিভিন্ন অংশে ৫টি গুলি লাগে।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক জাহিদ হোসেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে