ঢাকায় চলমান অমর একুশে বইমেলায় এখনো জমে ওঠনি বই বেচাকেনা। এ নিয়ে প্রকাশক ও বিক্রেতাদের কিছুটা মন খারাপ থাকলেও পাঠক এবং দর্শনার্থীদের উপস্থিতি দেখে তারা আশাবাদী হয়ে ওঠছেন। মনে করছেন, শিগগিরই বই বিক্রির খরা কেটে যাবে।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গা জুড়ে এ মেলা বসেছে পহেলা ফেব্রুয়ারি। শুরু থেকেই এবার পাঠক এবং দর্শনার্থীদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। নিরাপত্তা জোরদার ও পরিসর বেশি হওয়ায় অনেকটা স্বাচ্ছন্দ্য নিয়েই নির্ঝঞ্জাটভাবে ঘোরাফেরা করছে দর্শনার্থীরা। দর্শনার্থীদের অধিকাংশই তরুণ-তরুণী। বিভিন্ন প্রকাশনীর স্টল-প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে ছবি-সেলফি তুলে দলবেঁধে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে তাদের। তবে বই কেনাকাটা সংখ্যা কম, বেছে বেছে বইয়ের তালিকা করার পর মেলার শেষ দিকে বই কিনবেন বলেও জানিয়েছেন অনেকে।
বইমেলার বিক্রয় কর্মীরা বলছেন, শুরু থেকেই বইমেলা খুব জমজমাট, মানুষের উপস্থিতি অনেক বেশি। এ কারণে বিক্রির ব্যাপারে তারা সবাই আশাবাদী। তবে সবাই যে কেবল বই উল্টেপাল্টে দেখছেন, এমনটা নয়। পছন্দ হলে সঙ্গে নিয়েও যাচ্ছে। দিন গড়ানোর সাথে সাথে মানুষের পরিমাণ আরও বাড়বে এবং বইয়ের বিক্রিও বাড়বে বলে আশা করছেন তারা।
বইমেলায় বাংলা একাডেমি ও মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করছে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে ডিসকাউন্ট কুপনের মাধ্যমেও ছাড়ের সুযোগ রয়েছে। একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি প্যাভিলিয়ন রয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে