গাড়ি থাকলেও কেন ট্যাক্সি-অটোতে যাতায়াত করেন দেব

নিজস্ব প্রতিবেদক
০৬ ফেব্রুয়ারী ২০২৪

১৮ বছর আগে অগ্নিশপথ সিনেমার মধ্য দিয়ে টলিউডে অভিষেক ঘটে দেব’র।  অভিনেতা হওয়ার স্বপ্ন দিয়ে শুরু করলেও এখন রীতিমতো টলিউডের সুপারস্টার তিনি। গাড়ি, বাড়ি সবই করেছেন। গড়েছেন প্রযোজনা সংস্থাও। তারপরও  প্রয়োজনে ট্যাক্সি, অটো করে যাতায়াত করেন এ নায়ক। কিন্তু কেন?

 

নিজেই সে কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে তার সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। খবর অনুযায়ী,  মুম্বাই থেকে অভিনেতা হওয়ার স্বপন্ন নিয়ে যখন কলকাতা এসেছিলেন, তখন তার কাছে ট্যাক্সি চড়াটাও বিলাসী ছিল। মেট্রো করে  যেতেন শুটিংয়ে।

 

দেব জানিয়েছেন, দিল্লিতে সাংসদ ভবনে যাওয়ার সময় ট্যাক্সিতে যান। আর মুম্বাইয়ে গেলে চড়েন অটোতে। একটা সময় কলকাতায় তিনি এগুলো করেই শুটিংয়ে যেতেন। সেই স্মৃতি এখনো ভোলেননি তিনি।

 

এদিকে সামনে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা টেক্কা’ তে দেখা যাবে দেবকে। সম্প্রতি  এ ছবির প্রথম শিডিউলের শুট শেষ করেছেন তিনি। তার অভিনীত আরেক সিনোমে খাদান’র শুট শুরু হবে শীগগিরই।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর