অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ টেস্ট সিরিজে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের। টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানে ৫ উইকেট নেন এ ডান পেসার। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নেন তিনি। তার অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। আর দুই ম্যাচে ৫৭ রান দিয়ে ও ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন শামার।
এত কথা বলার কারণ, সেই শামার এবার আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে’ জানুয়ারির জন্য মনোনয়ন পেয়েছেন। এ পুরস্কারের দৌড়ে তার প্রতিদ্বন্দ্বি ইংল্যান্ডের ওলি পোপ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।
পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারন ইনিংস খেলেন ইংল্যান্ডের ব্যাটার পোপ। আর নাটকীয়ভাবে এ ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউড গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে ৫টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাডিলেডে ৯টি এবং ব্রিজবেনে ৫ উইকেট শিকার করেন। ৩টি টেস্টে ১৯ উইকেট শিকার করায় মাস সেরার দৌঁড়ে নাম এসেছে হ্যাজেলউডের।
বিডি২৪অনলাইন/এস/এমকে