পনি চাকমার নতুন গান আলো

২১ মার্চ ২০২১

রাঙামাটির মেয়ে পনি চাকমা। ছিলেন ‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা ৫ জনের একজন। প্রতিযোগিতার বিচারক ইমরান ঘোষণা দিয়েছিলেন সেরা ৫ জনের সঙ্গে গান করবেন। সেই ঘোষণার অংশ হিসেবে পনি চাকমাকে নিয়ে গান করেছেন ইমরান।

গানের শিরোনাম ‘আলো’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইমরান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন ইমরান-পনি চাকমা। তাদের সঙ্গে দেখা যাবে কেয়া পায়েলকে। নতুন এ গানটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে আগামী ২৩ মার্চ।


মন্তব্য
জেলার খবর