ঢাকায় তিন দিনব্যাপী বাজুস ফেয়ার শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হলে এ মেলায় দেশের জুয়েলারি শিল্পকে তুলে ধরা হবে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। মেলায় প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১০০ টাকা।
তবে ৫ বছর বয়সী পর্যন্ত শিশুদের টিকেট লাগবে না। বাজুস ফেয়ারে ৯ টি প্যাভিলিয়ন, ১৭ টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণে বিশেষ অফার দিবে বলেও জানানো হয়েছে। এ মেলার মাধ্যমে দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বলে জানায় বাজুস।
বিডি২৪অনলাইন/ই/এমকে