সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদফতর, স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।
জেলা সমাজ সেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ'র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী কল্যাণ ও পূর্ণবাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, সম্প্রীতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দিপা রাণী মন্ডল প্রমূখ।
তার আগে স্বাগত বক্তব্য দেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মো. ইউনুস আলী।
বক্তরা বলেন, বিশ্বের প্রতিটি ভাষা শিক্ষা নেওয়া উচিত। বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদেরকে সম্পদে পরিণত করতে হবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে যেতে সবার প্রতি সহযোগিতার আহবান জানান তারা ।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে