গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতাটা অন্যরকম: পায়েল ‍

২১ মার্চ ২০২১

কলকাতার পায়েল মুখার্জী ‘মেকআপ’ সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘মেকআপ ছবিটা আমাদের জীবনের গল্প। অনেক চরিত্রের সঙ্গে বাস্তবে এর মিল থাকতে পারে, হয়তো আছেও। কিন্তু খুব সঠিকভাবে গ্ল্যামার ইন্ডাস্ট্রিকে এখানে তুলে ধরা হয়েছে। গ্ল্যামার ইন্ডাস্ট্রি মানেই সেখানে স্বার্থ, একে অপরকে ল্যাঙ মেরে ওপরে উঠার তাগিদ থাকবে বা থাকবে না। গ্ল্যামার ইন্ডাস্ট্রির প্রতিযোগিতাটা অন্যরকম। সেগুলোকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প এগিয়ে গেছে।’

দর্শকদের আইথিয়েটারে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়ে পায়েল বলেন, ‘অনেক পরিশ্রম করে কাজটি করেছি আমরা। রামুজি ফিল্ম সিটি, কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে। আমার বিশ্বাস সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। আর দর্শক এ সিনেমাটি দেখলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’


মন্তব্য
জেলার খবর