প্রতিকী ছবি
ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন যখন মাগুরা প্রধানপাড়ার বড় ব্রীজ এলাকায় পৌঁছায়, তখন ওই রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বাচ্চু। এ সময় তিনি ট্রেনটি আটকানোর জন্য রেললাইনের মাঝে দাঁড়িয়ে যান! কিন্তু ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া বাচ্চু কীভাবে মারা গেলেন, সে সম্পর্কে এলাকাবাসীর বরাত দিয়ে এমনটা জানিয়েছেন মাগুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.লতিফুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু সদর উপজেলার মাগুরা প্রধান পাড়ার খাদেমুল ইসলামের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান ইউপি সদস্য মো.লতিফুল ইসলাম।
জানা যায়, ৮-১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন বাচ্চু। কিছুদিন ভালও ছিল, আবার গত তিন মাস ধরে বেশি অসুস্থ। এলাকাবাসী তার চিকিৎসার জন্য টাকাও তুলেছিলেন।
দিনাজপুর রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি
/এমকে