মান্দায় শিক্ষা সহায়তা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারী ২০২৪

নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে উপবৃত্তি বাস্তবায়ন মনিটরিং সম্পর্কিত এক দিনের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্ব করেন কর্মশালায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখের সঞ্চালনায়  বক্তব্য দেন- প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম ব্রহানী সুলতান মামুদ গামা (এমপি), শিক্ষা অধিদফতরের সহকারি পরিচালক (উপবৃত্তি) আনোয়ার হোসেন সোহাগ, অধ্যক্ষ বেদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার প্রধান।

 

বিডি২৪অনলাইন/আকতারুজ্জামান নাইম/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর