মন্তব্য
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালের বঙ্গবন্ধু আন্তর্জাতিক নৌ ক্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জিল্লুর রহমান নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কবীর হোসেন এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে শ্যালো ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল জিল্লুর রহমান। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তী মো. কবীর হোসেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি ব্যাবস্থাপনা আইন- ২০১০ এর ধারায় এ জরিমানা করেন তিনি।
অমিত পাল/এমকে