সন্দেহভাজন হিসেবে আটক, পরে জানা গেল তারা ডাকাত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারী ২০২৪

নাটোরের গুরুদাসপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ। তার আগে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। এরপর পুলিশি জেরার মুখে নিজেদের পরিচয় প্রকাশ করে তারা।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি)  রাতে  রেজিষ্ট্রেশনবিহীন পিকআপ গাড়িতে নাটোরের দিকে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছাড়াও তালাকাটার যন্ত্র হেক্সোমেশিন,৭টি হেক্সোব্লেড, ২টি লোহার পাইপ পাওয়া যায়।

আটকরা হলো-মুন্সিগঞ্জের শ্রীনগর থানার খোদাই বাড়ি গ্রামের আব্দুল জলিল বেপারীর ছেলে মো. আমিনুল ইসলাম (৬৬), বরিশালের হিজলা থানার নরসিংহপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ট্রাক ড্রাইভার মো. ওলি উদ্দিন (৩২), ঢাকার কামরাঙ্গীর চর থানার নবীনগরের আব্দুল আউয়ালের ছেলে মো. ইমরান (২৩), জয়পুরহাটের মুজিবনগর গ্রামের মো. মফিজের ছেলে মো. মোসলেম (৪৩), গাইবান্ধার পলাশবাড়ির কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার (৪২), একই এলাকার জাইতরবালা গ্রামের  আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিয়া (৩৪), শকুনা কেশবপুর গ্রামের মংলার ছেলে অমল কুমার (২৭) চকবালা গ্রামের মো. আমিনের ছেলে এমরান হোসেন(১৮) 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.উজ্জল হোসেন বলেন, তারা ঢাকায় সংঘবদ্ধ হয়ে ঢাকা-কুষ্টিয়া এলাকার সুবিধাজনকস্থানে ডাকাতি করতে যাচিছল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি অস্ত্র মামলা রয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গুরুদাসপুর থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রুজু হয়েছে। পরে আদালতে মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর