দেশের কারাগারগুলো এখন বিএনপির নেতাকর্মীতে ঠাসা বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, কারা সেলগুলো একেকটি শ্বাসরুদ্ধকর কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রিজভী বলেন, কারাগারে অতিমাত্রায় উৎসাহী কর্মকর্তারা গেস্টাপোদের ন্যায় মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। কারাবিধির সব সুযোগ—সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর চালানো হচ্ছে বীভৎস নিপীড়ন। খাওয়ার কষ্ট দেওয়ার পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ৭ জানুয়ারি উদ্ভট ডামি নির্বাচন নির্বিঘ্ন ও কণ্টকমুক্ত করতে গুম, খুন, গায়েবী মামলা, গ্রেপ্তার, হয়রানি ও বাড়িঘর ভাঙচুরের ভয়াবহতা চলছিল, সেটা এখনো অব্যাহত রেখেছে এ ডামি সরকার। ক্ষমতা হারানোর ভয়ে গ্রেফতার অব্যাহত রাখা হয়েছে।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে