ভয়ানক একটা ভুলও করেছি: ডি ভিলিয়ার্স

নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারী ২০২৪

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতি। সপ্তাহ খানেক আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের দেওয়া এ খবরটি সঠিক ছিল না। আর সেটা এবার নিজেই প্রকাশের পাশাপাশি এ ভুল বার্তা দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন ভিলিয়ার্স। সাফ জানিয়ে দিয়েছেন, কোহলির জীবনে কী ঘটছে তার কিছুই জানেন না তিনি।

ডি ভিলিয়ার্স বলেন, সেদিন ইউটিউবেই বলেছি পরিবারই সবার আগে। কিন্তু  সঙ্গে ভয়ানক একটা ভুলও করেছি। এমন একটা ভুল তথ্য দিয়েছি, যেটা আদৌ সত্য নয়।

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে হঠাৎ বিরতি নিয়েছিলেন কোহলি। কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যার কথা বলেছিলেন তিনি। ফলে কোহলি দম্পতির ঘরে নতুন অতিথির সংক্রান্ত ডি ভিলিয়ার্সের কথা অনেকেই  বিশ্বাস করেছিলেন।

সাবেক এ প্রোটিয়া ক্রিকেটার আরও বলেন, কেউ জানে না কী ঘটছে। ওর ছুটি নেওয়ার কারণ যেটাই হোক, সে আরও ভালোভাবে ফিরবে বলে আশা করছি।

তিনি বলেন, কোহলির পরিবারের জন্য যেটা ভালো হয়, সেটাই সবার আগে। ওর জন্য শুধু শুভকামনাই জানাতে পারি আমি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর