মানসিক কষ্টে মমতা

২১ মার্চ ২০২১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাঁটতে ভালোবাসেন। কলকাতা হোক বা লন্ডন যেখানেই থাকুন না কেন, প্রতিদিন অন্তত ২০ কিলোমিটার না হাঁটলে তাঁর চলে না।

কিন্তু ১০ই মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে জখম হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা, এবং তারপরে পায়ে প্লাস্টার। হাঁটতে পারছেন না। ফলে মানসিক যন্ত্রণায় ভুগছেন মমতা।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সভায় মমতা বলেন, “আমি পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছি। এখনও পা ফেলতে পারছি না। চিকিৎসকরা বারণ করেছিলেন এখন বের হতে। কিন্তু তা সত্ত্বেও আমি পথে নেমেছি। আমার নিরাপত্তায় যাঁরা রয়েছেন তাঁদের সাহায্যে আপনাদের সামনে আসছি। কিন্তু এভাবে মাথা কাজ করে না। হাঁটতে না পারলে কর্মশক্তি বাড়ে না। ফলে আমি কতটা মানসিক কষ্টে রয়েছি একবার ভাবুন”।


মন্তব্য
জেলার খবর