মোবাইল ফোনে হুমকির দেড় ঘণ্টা পরই অপহরণ করা হয় নবম শ্রেণীর ছাত্রী যুথিকা মিস্ত্রীকে (১৫)। এরপর থানায় অভিযোগ করা হয়। কিন্তু চার সপ্তাহ পার হতে চললেও তাকে ফিরে পায়নি তার পরিবার। এ নিয়ে মেয়ের জীবন আর ভবিষ্যৎ নিয়ে অজানা আতঙ্ক আর ভয় বিরাজ করছে তার পরিবারে।
যুথিকা মিস্ত্রী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাঁন্দুলিয়া গ্রামের রমেশ মিস্ত্রীর মেয়ে। গত ১৩ জানুয়ারি রাত ৯টার দিকে নিজের কাকার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে অপহরণ করা হয়।
ভুক্তভোগীর বড় বোন বীথিকা মিস্ত্রী জানান, যুথিকা মিস্ত্রী আশাশুনি উপজেলার শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করতো শ্রীউলা গ্রামের অলিউল্লাহ সরদারের ছেলে সজীব আহম্মেদ শুভ। বিষয়টি শুভর বাবা ও মাকে জানিয়েও কোন লাভ হয়নি।একপর্যায়ে ১৩ জানুয়ারি রাত সাড়ে সাতটার দিকে বীথিকাকে মুঠোফোনে এক সপ্তাহের মধ্যে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এর দেড় ঘণ্টা পরপরই টিভি দেখে বাড়ি ফেরার পথে তাকে চারটি মোটরসাইকেলেরে লোকজন তাকে অপহরণ করে। পরে ঘটনাটি পুলিশ কে জানানো হয় ।
এ বিষয়ে সজীব আহম্মেদ শুভ, তার বাবা অলিউল্লাহ সরদার, মা তাহমিনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরী হয়েছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে