কর্মবিরতিতে নেসকোর মিটার রিডার ও বিল বিতরণকারীরা

রাজশাহী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারী ২০২৪

রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডার বিল বিতরণকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন  করছেন। চাকরি স্থায়ীকরণের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মবিরতি শুরু করেছেন তারা।

এদিকে একই দাবিতে রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী নেসকো কার্যালয়ের ভেতরে মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে। রাজশাহী রংপুর বিভাগের পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কর্মচারীরা এতে অংশ নেয়। এসময় তাদের মাথায় কাফনের কাপড় দেখা যায়।

বক্তারা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, আমরা ২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে মিটার পাঠক বিল বিতরণকারী হিসেবে কাজ করছি। কিন্তু এখন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম হতাশার মধ্যে জীবনযাপন করছি। চাকরি স্থায়ীকরণ না করা পর্যন্ত আমরা কর্মবিরতি দিয়ে মাঠে থাকবো।

মানববন্ধনে অস্থায়ী পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের মুখপাত্র আনোয়ার হোসেন, গোলাম কবীরসহ রাজশাহী রংপুর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর