মন্তব্য
২০২০ এর নভেম্বরে মা হয়েছেন অমৃতা রাও। গত ৩ মাস সন্তানকে বাইরের জগৎ থেকে আড়াল করে রেখেছেন।
এবার শেষমেষ সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী অমৃতা রাও-এর স্বামী আর জে আনমোল।
ছবিতে দেখা যাচ্ছে , আনমোলকে জড়িয়ে রয়েছেন অমৃতা। আর আনমোল জড়িয়ে রয়েছেন তাদের ছেলে বীরকে। ক্যাপশানে লেখা ''আমাদের পৃথিবী, আমাদের আনন্দ''।