পাবনার চাটমোহরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে আহত এক রঙমিস্ত্রি দুর্ঘটনার দুই দিনের মাথা মারা গেছেন। পাবনা থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
ওই রঙমিস্ত্রির নাম নুরুজ্জামান, গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল গ্রামের আ. সালামের ছেলে তিনি। ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে জারদিসমোড়-মান্নান সড়কের সোনাহারপাড়া মোড়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কাজ শেষে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন নুরুজ্জামান। এ সময় একটি মোটরসাইকেলের চালক মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন নুরুজ্জামান, সেই সঙ্গে মাথার পেছনে গুরুত্বর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহর হাসপাতালে পাঠায়। সেখানে থেকে তাকে পাবনার রেফার্ড করা হয়। রোববার পাবনা থেকে রাজশাহী নেওয়ার পথে পুঠিয়া এলাকায় মারা যান তিনি।
চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা দুর্ঘটনা ও মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।
বিডি২৪অনলাইন/সি/এমকে