রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার টপকানোর আশা

নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারী ২০২৪

চলতি ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে  দেশে।  এভাবে রেমিট্যান্স আসতে থাকলে মাস শেষে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর আগের মাস জানুয়ারিতেও অবশ্য রেমিট্যান্সের গতি আশানুরূপ ছিল। জানুয়ারির পুরো সময়ে ২১০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে।

বাংলাদেশ ব্যাংকের হিসাস বলছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর (প্রতি এক ডলার সমান ১১০ টাকা) পরিমাণ প্রায় হাজার ৯৪৮ কোটি টাকা।

এ ৯ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, পরিমাণে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ১৩ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স যুক্ত হয়েছে ব্যাংকের কোষাগারে।

তবে হতাশার খবর হচ্ছে এ ৯ দিনে এক ডলারও রেমিট্যান্স আসেনি, এমন ব্যাংকের সংখ্যা ১৩টি। এর মধ্যে রয়েছে- রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর