দাপুটে দিন ফিরিয়ে আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারী ২০২৪

অধিনায়ক রিকি পন্টিংয়ের সময়ে সর্বজয়ী এক দল পেয়েছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেইডেন, রিকি পন্টিং, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রারা ক্রিকেটের দুনিয়াকে শাসন করলেও মাঝে সেই দাপুটে ভাব খানিক খর্ব হয়েছিল অজিদের। এবার   নতুন করে সেই দাপুটে দিন ফিরিয়ে আনতে যাচ্ছে টিম অস্ট্রেলিয়া।

 

দিন বদলের এ যাত্রায় অধিনায়ক  প্যাট কামিন্সের আছে দেশটির নারী ক্রিকেটাররাও। অ্যালিসা হিলি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রারা দাপুটে খেলছেন নারী ক্রিকেটে। রেকর্ড বলছে শেষ বিশ্বকাপের ৫টিতেই শিরোপা জিতেছে অজিরা

২০২২ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া মেয়েরা। সেই বছরেই হওয়া  টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি অস্ট্রেলিয়ার ছেলেরা। সুপার টুয়েলভে পর্বে হেরে যায় তারা। এরপর গত ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপ জিতে নেয় অজি মেয়েরা। জুন মাসে ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেয় অস্ট্রেলিয়া।  পরে নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে সেরার মুকুট পরে টিম অস্ট্রেলিয়া।  সবশেষ রোববার রোববার সাফল্যের ধারায় যোগ দিল অস্ট্রেলিয়ার যুবারা। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী হয়েছে অস্ট্রেলিয়া।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরেও ফেবারিটের তকমা নিয়েই পা রাখবে অস্ট্রেলিয়া। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সেখানেও চ্যাম্পিয়ন অজিরা, এমনটাই মনে করছেন অনেকে। আর পরাজিত না হলে বিশ্ব ক্রিকেটের সব শিরোপাই থাকবে তাদের কাছে।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর