ফের সিরি-এ বর্ষসেরা খেলোয়াড় রোনাল্ডো

২১ মার্চ ২০২১

ক্রিস্টিয়ানো রোনাল্ডো টানা দ্বিতীয় মৌসুমে ইতালিয়ান সিরি-এ লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১৯ সালে জুভেন্টাসের হয়ে অভিষেক মৌসুমেই এই পুরস্কার জয় করেছিলেন।
গত বছর করোনা মহামারীর কারণে এই পুরস্কার প্রদান করা হয়নি। গত মৌসুমে ৩৩ লিগ ম্যাচে রোনাল্ডো ৩১ গোল করেছিলেন। একইসাথে জুভেন্টাসকে রেকর্ড টানা নবম সিরি-এ শিরোপা জয়ে মূল অবদান রেখেছিলেন এই পর্তুগীজ ফরোয়ার্ড।
এদিকে জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানা গিরেলি বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জয় করেছেন।
আটালান্টার গিয়ান পিয়েরো গাসপেরিনি বর্ষসেরা কোচ ও তার দল বর্ষসেরা দলের পুরস্কার জয় করে নিয়েছেন।


মন্তব্য
জেলার খবর