কিয়ারাকে নাম পাল্টে ফেলতে বলেছিলেন সালমান

২১ মার্চ ২০২১

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি বলেছেন,  সালমান নবাগত অভিনেতা, অভিনেত্রীদের এমন কিছু পরামর্শ দেন যা তাদের শুধু অনুপ্রাণিতই করে না,  ক্যারিয়ারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করে।

বলিউড সুপারস্টার  সালমান খান কিয়ারাকে বলেছিলেন, '' একমাত্র কঠোর পরিশ্রমই বলিউডে শেষ কথা বলে। তাই বেশি কথায় কান না দিয়ে নিজের কাজটা করে যাও!'' 

তিনি নায়িকাকে বলেছিলেন তার নাম পাল্টে ফেলতে। অনেকেই জানেন না, কিয়ারার প্রকৃত নাম ছিল আলিয়া। 


মন্তব্য
জেলার খবর