খাগড়াছড়ির রামগড়ে কৃষি জমি থেকে মাটি কাটায় মো.হারুন নামে এক কৃষি জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ জানুয়ারি) রাতে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
মো. হারুন ফেনীরকুল গ্রামের বাসিন্দা। সূত্রে জানা গেছে, রামগড় পৌরসভা এলাকার মুহামনি বিজিবি ক্যাম্পের পিছনে কৃষি জমি থেকে মাটি কাটা চলছিল। এ খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন বলেন, ঘটনাস্থলে মাটির কাটার সত্যতা পাওয়ায় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভূমির মালিক নিজের অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/ এ এম ফাহাদ/সি/এমকে