নাটোরের গুরুদাসপুরে চাহিদা ও দাম বেশি থাকায় ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছে। একশ্রেণীর মুনাফালোভী মানুষ ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। ভেজাল গুড় কিনে প্রতারিত হচ্ছে সাধারণ ভোক্তারা।
ভেজাল গুড় উৎপাদন হচ্ছে, এমন তিনটি কারখানায় মঙ্গলবার (১৩ফেব্রুয়ারি) যৌথভাবে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব। এ সময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ এবং ভেজাল গুড় বিক্রয় করার অপরাধে তিনটি কারখানাকে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কারখানা তিনটি হলো- উপজেলার চাঁচকৈড় পুড়ানপাড়ার হাজী আব্দুল আজিজ সোনার,মুক্তার হোসেন ও ভাই ভাই এন্টারপ্রাইজ। এর মধ্যে হাজী আব্দুল আজিজ সোনার গুড় কারখানাকে ২ লাখ ৫০ হাজার টাকা, মুক্তার হোসেন গুড় কারখানাকে ৪০ হাজার টাকা ও ভাই ভাই এন্টারপ্রাইজ গুড় কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর ও র্যাব-৫ নাটোরের সিপিসি কমান্ডার সঞ্জয় কুমার সরকার।
ভোক্তা অধিকারের কর্মকর্তা মো. মেহেদী হাসান তানভীর জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁচকৈড় পুড়ানপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এমন অপরাধ না করার মুচলেকাও নেওয়া হয় তাদের কাছে থেকে।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে