মন্তব্য
দেশি জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। তাই শিগগিরই বাজারে পেঁয়াজের দাম কমে যাবে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু্।
হঠাৎ করেই এক সপ্তাহ ধরে দেশের প্রায় সব জেলায় পেঁয়াজের দাম বেড়েছে, দাম এখনো ঊর্ধ্বমুখী। ভোক্তা পর্যায়ে বাজার ভেদে কেজিপ্রতি ৪০-৫০ টাকা বেড়েছে পেয়াঁজের দাম।
পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, বাজারে কিছুটা ঘাটতি রয়েছে। সেটা শিগগিরই পূরণ হয়ে যাবে। দ্রুত দেশি জাতের পেঁয়াজ বাজারে চলে আসবে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/ই/এমকে