পাবনার আটঘরিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা হয়।
ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ খলিলুর রহমা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- প্রধান অতিথি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, পারখিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম নাজমুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর মিয়া, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান, সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আফতাব হোসেন।
বিডি২৪অনলাইন/ এএইচ/সি/এমকে