পাবনার চাটমোহরে বিল কুড়ালিয়াপাড়ের ভূমিহীন নারী-পুরুষ নিয়ে আলোচনা সভা ও সেমিনার হয়েছে। ভূমিতে নারীর অধিকার ও পারিবারিক কৃষিসহ সরকারি বিভিন্ন পরিষেবায় নারীর প্রাপ্তি বিষয়ে এ আলোচনা সভা ও সেমিনার হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় বেসরকারি সংস্থা ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) তাদের কার্যালয় চত্বরে এ আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা ও হরিপুর ইউপি সদস্য মো. ওম্বর আলী।
এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন-ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছা. ফিরোজা পারভীন, স্থানীয় গণমাধ্যম চাটমোহর বার্তা সম্পাদক এস. এম হাবিবুর রহমান, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, উপসহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ, উপজেলা সমাজ সেবা অধিদফতরের প্রশিক্ষক মহিতোষ কুমার, এএলআরডি’র প্রোগ্রাম অফিসার মুবিনুর রহমান, ভূমিহীন নেতা আনোয়ার হোসেন,ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন প্রমুখ।
বিডি২৪অনলাইন/সি/এমকে