মন্তব্য
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আলমগীর (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাকে নগরঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আলমগীর একই এলাকার আব্দুর রকিব আনছারীর ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিবন্ধীকে ওই নারীকে তার বাড়ির পাশে কবরস্থানে একা পেয়ে তার সম্ভ্রমহানি ঘটানো হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পিতা পাটকেলঘাটা থানায় ধর্ষণের একটি মামলা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, অভিযুক্তকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে