নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিউই বোলার ট্রেন্ট বোল্ট একাই গুড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশ ব্যাটিং শিবিরকে। ম্যাচ সেরাও হন তিনি। তবে এমন সহজ জয়ের পরও বাংলাদেশকে খাটো করে দেখছেন না তিনি।
বোল্ট বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের পরিসংখান দেখলেই বোঝা যায় তারা নিউজিল্যান্ডের মাটিতে ভালো করতেও সর্বোচ্চ চেষ্টা করবে। তারা হাল্কাভাবে নেয়ার মতো দল নয়।’
ম্যাচের পরিকল্পনা নিয়ে বোল্ট বলেন, ‘টসে জিতে বোলিং নেয়াটা আমাদের অনেক সাহায্য করেছে। আমরা চেয়েছি ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানদের চাপে রাখতে। যাতে ম্যাচ আমাদের হাতের বাইরে না চলে যায়। শুরুতে উইকেট ফেলে ওদের মিডল অর্ডারকে চাপে রাখতে চেয়েছি। অল্প রানেই তাদের আটকে ফেলা এবং দ্রুত উইকেট নেয়াটা খুব সন্তোষজনক ছিল।’
ঘরের মাঠের সুবিধার কথা স্বীকার করে বোল্ট বলেন, ‘আমি এখানে খেলতে উপভোগ করি। এখানের উইকেটগুলো পেস বান্ধব। গত দুই সপ্তাহে এই মাঠে দুইবার এসেছি আমি। অনুশীলন করেছি, যেটি আমাদের সুবিধা দিয়েছে। দর্শকদের সমাগমও আমাদের জন্য ইতিবাচক ছিল।’