শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৪ মার্চ। ঘরের মাঠে লঙ্কানদের সঙ্গে লড়তে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজেই দলে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুই সিরিজে রাখা হয়নি সাকিব আল হাসান ও তামিম ইকবালকে।
টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন- নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।
ওয়ানডে স্কোয়াডে (প্রথম ও দ্বিতীয় ম্যাচ) আছেন- নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।
সিলেটে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। প্রথম টি-টোয়েন্টি হবে ৪ মার্চ। এরপরের দুই ম্যাচ হবে ৬ এবং ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। ১৩, ১৫ এবং ১৮ মার্চ হবে এ সিরিজের ৩ ম্যাচ।
বিডি২৪অনলাইন/এস/এমকে