পঞ্চগড়ে ২ দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু

পঞ্চগড় প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারী ২০২৪

পঞ্চগড়ে দুই দিনব্যাপী বসন্তবরণ পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এ উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা।  পিঠা উৎসবে ১৮টি স্টল অংশ নিয়েছে।

মকবুলার রহমান সরকারি কলেজ আয়োজিত এ উৎসব উপলক্ষ্যে প্রথম দিন কলেজ মাঠে সুধী সমাবেশও হয়েছে।

সমাবেশে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের  অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের অতিথিরা পিঠাপুলির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর