দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা রোগ শনাক্ত হয়েছে এক হাজার ৮৬৮ জনের। একই সময়ে মারা গেছেন ২৬ করোনা রোগী, এই রোগ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৭ জন। শনিবার ( ২০ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার ৭০৬ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৬৬৮ জন। সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২০ হাজার ৭১৮জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৮৮ হাজার ১১টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৬।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৯ হাজার ৯২৯টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯০০ টি। শনাক্তের হার নয় দশমিক ৩৯।মৃতদেরমধ্যে পুরুষ ১৯ জন,বাকিরা নারী।সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে চার জন আর রাজশাহী. খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একজন করে আছেন।
এমকে