ডোমারে টিকিট কালোবাজারি চক্রের সদস্য আটক

নীলফামারী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারী ২০২৪

নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশন থেকে  বুধবার (১৪ই ফেব্রুয়ারি) টিকিট কালোবাজারি চক্রের সদস্য মতিবুল ইসলাম মতি (৪০) কে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় কালোবাজারে বিক্রির জন্য রাখা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৫টি টিকিট তার কাছে পাওয়া যায়।

মতিবুল ইসলাম মতি (৪০) ডোমার পৌরসভার পশ্চিম চিকনমাটি স্টেশনপাড়া এলাকার বাসিন্দা।

ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাফিউর রহমান স্বাধীন বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি টিকিটসহ তাকে আটক করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম জানান, তার কাছে কালোবাজারে বিক্রির জন্য রাখা ট্রেনের ৫টি টিকিট পাওয়ায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। টিকিট কালোবাজারিদের ধরতে রেল পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর