মন্তব্য
এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে পঞ্চগড় জেলায় ১১৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে এসএসসিতে ৭৬ জন, দাখিলে ৪০ এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩ জন রয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের শিক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, পঞ্চগড় জেলায় এবার পরীক্ষার্থী মোট ১৪ হাজার ৫৬৮ জন। ৩০টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক জানান, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে কেউ বহিস্কার হয়নি। কিছু সংখ্যাক শিক্ষার্থী অনপুস্থিত, তাদের বিষয়ে খোজঁখবর নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে