তিন নম্বর সেট প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ,কেন্দ্র সচিবকে শোকজ

রাজশাহী প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৪

রাজশাহীর বাঘায় এসএসসির প্রথম দিনের পরীক্ষা এক নম্বরের পরিবর্তে তিন নম্বর সেট প্রশ্নপত্রে গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় কেন্দ্রের কেন্দ্র সচিব বাবুল ইসলামকে শোকজ করা হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ওই কেন্দ্রে ২৫২ জন শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল  ফজল মোহাম্মদ হাসান বলেন, বিষয়টি ডিসি শিক্ষাবোর্ডকে জানানো হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার খাতা আলাদাভাবে পাঠানো হয়েছে। কেন্দ্র সচিবকে তাৎক্ষনিকভাবে শোকজ করা হয়েছে।

কেন্দ্র সচিব বাবুল ইসলাম বলেন, অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটেছে। তিন নম্বর প্রশ্নপত্র দিয়ে  পরীক্ষা নেওয়া খাতা রাজশাহী বোর্ডে  পৌছে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ভূলক্রমে এক নম্বরের সেটের প্রশ্ন পত্রের পরিবর্তে তিন নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের নির্দেশনা অনুয়ায়ী খাতা তিন নম্বর প্রশ্নপত্র সেটে পাঠানো হয়েছে। সে মোতাবেক খাতা মূল্যায়ন হবে।

 

বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর