টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৪

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে মাটিতে শুরু হচ্ছ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে ভারত ক্রিকেট দলের নেতৃত্ব দিবেন রোহিত শর্মা।

রোহিতের নেতৃত্ব দেওয়ার বিষয়টি দেশটির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

জয় শাহ বলেন, এক বছর পর দলে ফিরে সম্প্রতি আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর অর্থই হলো সে অবশ্যই দায়িত্ব পালন করবে (টি-টোয়েন্টি বিশ্বকাপে)। রোহিতের অধিনায়কত্বে বার্বাডোজে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন রোহিত, নেতৃত্ব দেন দলের। এরপর দেশের জার্সিতে গত বছর পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটেন ম্যাচ খেলেননি তিনি। কিন্তু চলতি বছরের শুরুতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফের অধিনায়ক হিসেবেই দলে ফেরেন এ ক্রিকেটার।

এদিকে টি-টোয়েন্টি দলে রোহিতের অবর্তমানে ভারতের নেতৃত্ব দেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। তবে সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভবিষ্যতে হার্ডিককে অধিনায়ক হিসেবে দেখা যাবে বলে জানিয়েছেন জয় শাহ। বলেন, নিশ্চিতভাবেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হবে হার্দিক (ভবিষ্যতে)।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য