৬ সমঝোতা স্মারক সই

২১ মার্চ ২০২১

একটি নতুন চুক্তি এবং পাঁচটি চুক্তির নবায়ন মিলে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। শনিবার (২০ মার্চ)  প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই  সই হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান, দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তাদের উপস্থিতিতে এই  সই হয়। চুক্তি স্বাক্ষরের পর মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন এবং প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন। এর মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। প্রথমে একান্তে বৈঠক করেন তারা । এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর