এক মসজিদেই ২৭ বছর ইমামতি, অবসরে আড়ম্বনায় বিদায় সংবর্ধনা

পঞ্চগড় প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৪

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারি শাহার উদ্দীনকে আড়ম্বনাপূর্ণ বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সুসজ্জিত একটি প্রাইভেট কারে মোটরসাইকেল বহর নিয়ে তাঁকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় তাঁর হাতে ত্রিশ হাজার টাকার চেকসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ মসজিদে তিনি একটানা ২৭ বছর ইমামতি করেছেন। ইমামতির ৫৫ বছরে এসে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাকে এ বিরল সম্মামনা জানালেন।  

শাহার উদ্দীন ইমাম চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে। এ মসজিদে ইমাম হিসেবে যোগদানের আগে এলাকার তিনটি মসজিদে ২৮ বছর ইমামতি করেন তিনি। এখন তার বয়স ৭৫ বছর।

বিদায় বেলায় এ সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারি শাহার উদ্দীন। তিনি জানান, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি, তাদের এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন। বাকি জীবনে সবার কাছে তিনি দোয়া চান।

স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান বুলেট বলেন, হুজুর (শাহার উদ্দীন) আমাদের এলাকার সন্তানদের ইসলাম শিক্ষা দিয়েছেন। হুজুর বয়সের ভারে অবসরে যাওয়ায় আমরা সবাই কষ্ট পেয়েছি।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি। যিনি দীর্ঘ ৫৫ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর