ভাগিনার লাঠির আঘাতে মামার প্রাণহানি

নীলফামারী প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারী ২০২৪

নীলফামারীর ডিমলায় জমিজমা নিয়ে মারামারির সময় ভাগিনার লাঠির আঘাতে আহত মামা মারা গেছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বক্তি হলেন ওই গ্রামের  মখিমদ্দিনের ছেলে ফজিবর রহমান (৫৩) আটককৃতরা হলেন- দক্ষিণ বালাপাড়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে মাসুদ ইসলাম (২০)  মহুবার রহমানের ছেলে সুজন ইসলাম (১৯)

স্থানীয় ও সংশ্লিষ্টদর পরিবার সুত্রে জানা গেছে, একই এলাকার মহুবর মিস্ত্রির পরিবারের সাথে ফজিবর রহমানের জায়গাজমি নিয়ে বিরোধ চলছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ভাগিনার লাঠির আঘাতে ফজিবর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে ডিমলা মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ কুমার রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে  পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর