সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত লুৎফর রহমান (৩০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি।
লুৎফর একই এলাকার রফিকুল ইসলাম সরদারের ছেলে। তার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কৃষ্ণনগর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলে। রঘুনাথপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরত্বর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, পিকআপটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে