তৃতীয়বারের মতো বিসিবির স্পন্সর রবি

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশ ক্রিকেটের স্পন্সরশিপ পেয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। সাড়ে তিন বছরের চুক্তি হয়েছে তাদের মধ্যে। এ জন্য রবির কাছে থেকে ক্রিকেট পাবে ৫০ কোটি টাকা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী জাতীয় দলের ক্রিকেটাররা রবির সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে  নতুন কোনো চুক্তি করতে পারবে না। ইতিমধ্যে সম্পর্কিত চুক্তি থাকলে চুক্তির মেয়াদ শেষ করা যাবে।

চলতি ফেব্রুয়ারি মাস থেকেই এ চুক্তি কার্যকর হবে। ২০২৭ সালের জুলাই পর্যন্ত এর মেয়াদ থাকবে।  এর আগে দুইবার ক্রিকেটের সঙ্গে চুক্তি করেছিল রবি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর